হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুদকের মামলা: এক কোটির জামানতে ৬৯ কোটি টাকার ঋণ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৪: ০৮

পাঁচ হাজার টাকায় একদিন একটি হিসাব নম্বর খোলা হয় ব্যাংকে। কয়েক দিন পর ঋণের আবেদন। আর দুই মাসের মধ্যেই ওই হিসাবধারী পেয়ে যায় সাড়ে ৬৯ কোটি টাকা ঋণ। ওই ঋণের জামানত দেওয়া হয় মাত্র ১ কোটি ৩০ লাখ টাকার একটি জমি। এভাবেই জালিয়াতির মাধ্যমে প্রাইম ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয় নগরীর পাহাড়তলী ফয়’স লেক এলাকার ম্যাক ইন্টারন্যাশনাল নামের একটি জাহাজভাঙা প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে এমন জালিয়াতির তথ্য।

দুদকের চট্টগ্রাম কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, ২০০৮ সালে সাড়ে ৬৯ কোটি টাকার ঋণ নিলেও পরে সুদাসলে তা দাঁড়ায় ৭৪ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা। এর মধ্যে ৬৩ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে বাকি ১১ কোটি টাকা আত্মসাৎ করেন ব্যাংক কর্মকর্তাসহ ম্যাক ইন্টারন্যাশনালের এমডি।

জালিয়াতির মাধ্যমে ঋণ মঞ্জুর করা ব্যাংকের ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল মঙ্গলবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি হয়। দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

মামলার আসামিরা হলেন ম্যাক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, প্রাইম ব্যাংকের কর্মকর্তা নাসিরুদ্দিন আহমেদ, মাহবুবুল আলম, জামিল হুসাইন, মো. তোফায়েল আহমেদ, সৈয়দ মাহবুবুর রহমান, মেহমুদ হুসাইন, মো. জহিরুল আলম, মো. আব্দুল হাই, মো. রেজা হায়দার, সুলতান আলাউদ্দিন, ইকবাল হায়দার।

কিস্তি আদায়ের টার্গেট পূরণে চাপ, মাঠকর্মীর আত্মহত্যার অভিযোগ

টেকনাফে সেনাবাহিনীর বিশেষ অভিযানের দাবিতে স্মারকলিপি প্রদান

মিয়ানমার থেকে মাছ ধরার নৌকায় টেকনাফ এল ৩৬ রোহিঙ্গা

লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় আ. লীগ নেতা বাদল গ্রেপ্তার