নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) উপনির্বাচনে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। আজ শনিবার নির্বাচন কমিশন থেকে এ-সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) কাছে পাঠানো হয়। ৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ১৬ এবং ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও ৬ জন যুক্ত হয়ে মোট ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ-সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রাম জেলা প্রশাসক তথা জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে।’
চিঠিতে বলা হয়, প্রজ্ঞাপন অনুযায়ী ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ এবং প্রাসঙ্গিক আইনের আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং নির্বাচনী অপরাধ রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত হয়।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, নির্বাচনী এলাকায় নিয়োজিত ভ্রাম্যমাণ/স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি দায়িত্ব পালন করবে। প্রতিটি ভ্রাম্যমাণ দলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি।’