হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে উপনির্বাচনে মাঠে থাকবেন ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) উপনির্বাচনে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। আজ শনিবার নির্বাচন কমিশন থেকে এ-সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) কাছে পাঠানো হয়। ৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ১৬ এবং ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও ৬ জন যুক্ত হয়ে মোট ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ-সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রাম জেলা প্রশাসক তথা জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে।’
 
চিঠিতে বলা হয়, প্রজ্ঞাপন অনুযায়ী ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ এবং প্রাসঙ্গিক আইনের আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং নির্বাচনী অপরাধ রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত হয়। 

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, নির্বাচনী এলাকায় নিয়োজিত ভ্রাম্যমাণ/স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি দায়িত্ব পালন করবে। প্রতিটি ভ্রাম্যমাণ দলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
 
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন