Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরকারি চাল আত্মসাৎ: চাঁদপুরে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি

সরকারি চাল আত্মসাৎ: চাঁদপুরে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি প্রকল্পের ৮২ বস্তা চাল বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখায় ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন মামলাটি রেকর্ড করেন। 

আজ মঙ্গলবার দুদক চাঁদপুর কার্যালয় থেকে এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। 

দুদক সূত্রে জানা গেছে, উপজেলার ১০ নম্বর গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য বরাদ্দকৃত চাল ডিওর মাধ্যমে উত্তোলন করা হয়। কিন্তু ওই সব চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখেন অভিযুক্তরা। এতে তাঁরা বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পরের সহযোগিতায় ৮২ বস্তা বা ২৪৬০ কেজি চাল (আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা) আত্মসাৎ করেন। 

এমন অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু (৬০), ইউপি সদস্য আমির মুন্সি (৫০), ইউনিয়নের বাসিন্দা আবুল খায়ের কালু (৬০) ও মো. জাহাঙ্গীর হোসেনের (৫৫) বিরুদ্ধে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়। 

এর আগে ২৪ জুন সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত যৌথভাবে ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালান। এ সময় আব্দুল মমিন নামে এক ব্যক্তির বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, আটটি খালি চালের বস্তা ও জাহাঙ্গীর হোসেনের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলার অবনতি আতঙ্কে জনসাধারণ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

হাসপাতাল থেকে অন্যের বাচ্চা নিয়ে উধাও নারী

কাজের সন্ধানে এসে অপহরণ চক্রের আস্তানায় যুবক, উদ্ধার করল যৌথ বাহিনী

চট্টগ্রামে টেম্পোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে মানুষ