হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রী মোহসেনা খাতুনের (৬২) মৃত্যুর মাত্র চার ঘণ্টা পর মারা গেলেন স্বামী আবু ছায়েদ (৭০)। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

আজ শুক্রবার সকালে চরকাঁকড়া ইউনিয়নে জানাজা শেষে দুজনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আবু ছায়েদ উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার বাসিন্দা। 

মৃতদের পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহসেনা খাতুন। স্ত্রীর মৃত্যুর খবরের চার ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে মারা যান আবু ছায়েদ। 

মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, আবু ছায়েদ দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক আবু ছায়েদকে বাড়িতে পাঠালে অসুস্থ স্বামীকে নিয়ে চিন্তায় পড়েন স্ত্রী মোহসেনা খাতুন। স্বামীর চিন্তায় কয়েক দিন আগে স্ট্রোক করেন মোহসেনা। তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহসেনা খাতুন। 

তাঁদের বড় ছেলে মো. শাহাজাহান বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মা পুরো সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ করে তাঁরা দুজনই আমাদের ছেড়ে চলে গেছেন। সকালে জানাজা শেষে আমাদের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে।’ 

চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রী সুস্থ ছিলেন। তবে স্বামীর অসুস্থতা বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন তিনি। তাঁদের উভয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ