Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ত্রাণ আত্মসাতের অভিযোগে ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চাঁদপুর প্রতিনিধি

ত্রাণ আত্মসাতের অভিযোগে ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান। ছবি: সংগৃহীত

সরকারি ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাতের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরীফ হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব পলি কর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন ১ ডিসেম্বর সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ হোসেন খানের বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়ির গুদামঘরে রাখার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক, চাঁদপুরের প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন মূলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার কেন আপনার পদ থেকে আপনাকে চূড়ান্তভাবে অপসারণ করবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক চাঁদপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। আমি রাজনৈতিক প্রেক্ষাপটের শিকার।’ এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২২ ঘণ্টা পর লাশ হস্তান্তর

ছেলের সাফল্যে বাবার নেতৃত্বে আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেপ্তার

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ভিডিপি সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় আহত যুবকের মৃত্যু

৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের কুতুবদিয়ায় সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, প্রবাসী গ্রেপ্তার