হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ কনস্টেবল গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবা বড়িসহ পুলিশের এক কনস্টেবল ও এক অটোচালককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল শনিবার রাতে কক্সবাজার সদরের ঝিলংজা এলাকায় এই ঘটনা ঘটে। 

গ্রেপ্তার কনস্টেবল হলেন ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার জাহাঙ্গীর আলম (৫০)। তিনি ঢাকা জজ কোর্ট পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত। অটোরিকশার চালক শামসুল আলম (৩২) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার বাসিন্দা। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা। 

সিরাজুল মোস্তফা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন। তাঁর ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়। ইয়াবা পাচারে সহযোগিতা করার অপরাধে অটোচালক শামসুলকেও আটক করা হয়। 

সিরাজুল মোস্তফা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাহাঙ্গীর আলম ও শামসুল আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলম দীর্ঘদিন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন