হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার গায়েব, ৪ কর্মকর্তার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে একটি ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে গ্রাহকের প্রায় দেড় শ ভরি স্বর্ণালংকার গায়েবের ঘটনার ব্যাংকের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে চকবাজার থানায় ঘটনার পাঁচ দিন পর এ মামলা করেন ব্যাংকের গ্রাহক রোকেয়া আক্তার। 

মামলায় আসামি করা হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাউলা, কোম্পানির সেক্রেটারি জে কিউ এম হাবিবউল্লাহ, ব্যাংকের চকবাজার শাখা প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম শফিকুল মাওলা চৌধুরী ও লকার অফিসার ইউনুসকে। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দীন আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্যাংকের গ্রাহক অভিযোগ নিয়ে থানায় এসেছেন। এটিকে মামলা হিসেবে নেওয়া হয়েছে। যেহেতু এটি ব্যাংকের বিষয়, সেটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত। তাই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগটি আমরা দুদকে পাঠাব।’ 

জানা যায়, স্বর্ণের মালিক রোকেয়া নগরের চট্টেশরী রোডের বিটিআই বেভারলী হিলসের বাসিন্দা। তিনি ও তাঁর নিউজিল্যান্ডপ্রবাসী মেয়ে নাসিয়া মারজুকা ২০০৬ সাল থেকে ওই ব্যাংকের লকার বরাদ্দ পেয়ে ব্যবহার করছেন। ২৯ মে দুপুরে তিনি ব্যাংকে স্বর্ণালংকার আনতে গেলে দায়িত্বরত কর্মকর্তা ইউনুস মূল দরজা খোলার পর তাঁর লকার খোলা বলে জানান। এরপর গ্রাহক রোকেয়া দাবি করেন, তাঁর ১৪৯ ভরি স্বর্ণালংকার লকার থেকে গায়েব হয়েছে। পরে তিনি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় গ্রাহক আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছিলেন। পরে থানায় মামলা করেন। 

রোকেয়া আক্তারের ছেলে রিয়াদ মো. মারজিক বলেন, ব্যাংকের লকারে প্রায় ১৬১ ভরি স্বর্ণ ছিল। তার মধ্যে ১৪৯ ভরি স্বর্ণ গায়েব হয়েছে। আজ চকবাজার থানায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯, ৩৮০, ৪০৬, ৪০৯ ও ৩৪-১০৯ ধারায় মামলা করি। 

গায়েব হয়ে যাওয়া মোট ১৪৯ ভরি স্বর্ণের মধ্যে রয়েছে ৬০ ভরি ওজনের ৪০টি হাতের চুরি (বড় সাইজ), ২৫ ভরি ওজনের গলা ও কানের অলংকার, ১০ ভরি ওজনের একটি গলার সেট, ২৮ ভরি ওজনের সাতটি গলার চেইন, ১৫ ভরি ওজনের চারটি আংটি এবং ১১ ভরি ওজনের ৩০ জোড়া কানের দুল।

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন