রাঙামাটি প্রতিনিধি
পাহাড়ে জুমে উৎপাদিত বিভিন্ন ফসল নিয়ে রাঙামাটিতে চলছে ‘জুম ফেস্টিভ্যাল’। আজ রোববার বেলা ১১টায় রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় এক রেস্তোরাঁয় দিনব্যাপী এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।
চাকমা সার্কেল কার্যালয় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যা এই ফেস্টিভ্যালের আয়োজন করে। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ফেস্টিভ্যাল উদ্বোধন করেন রাঙামাটির বিশিষ্টজনেরা।
এ সময় চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, আঞ্চলিক পরিষদের সদস্য এড চঞ্চু চাকমা, কৃষিবিদ পবন কুমার চাকমা, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, লেখক ইলিরা দেওয়ানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।