Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণপাড়ায় নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের নির্যাতন, যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

ব্রাহ্মণপাড়ায় নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের নির্যাতন, যুবকের কারাদণ্ড

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের দায়ে মুন্না (৩২) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী গঙ্গানগর এলাকা থেকে তাঁকে আটক করার পর এই সাজা দেওয়া হয়।

এর আগে পরিবারের পক্ষ থেকে মুন্নার বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মুন্না ওই এলাকার মো. তৌহিদ মিয়ার ছেলে।

এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা। ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল এ সময় তাঁর সঙ্গে ছিল।

মুন্না পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিন মাদক সেবনের জন্য টাকা চেয়ে স্ত্রী-সন্তানকে মারধর করতেন মুন্না। তাঁকে থামাতে এগিয়ে গেলে বাবা, ভাইসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করেন। দিনের পর দিন তাঁর এমন আচরণ সহ্য করতে না পেরে প্রশাসনের কাছে অভিযোগ করে মুন্নার পরিবার।

গতকাল মঙ্গলবার বিকেলে মুন্না মাদক সেবনের জন্য টাকা চেয়ে স্ত্রী, সন্তান ও ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় প্রশাসনকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা পুলিশের সহযোগিতায় মুন্নাকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর ও মাদক সেবন করে সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করার বিষয়টি ওই যুবক ভ্রাম্যমাণ আদালতে স্বীকার করেন। এর দায়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত