Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানের ঘুমধুমে ঠাঁই হচ্ছে অনিবন্ধিত রোহিঙ্গাদেরও 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের ঘুমধুমে ঠাঁই হচ্ছে অনিবন্ধিত রোহিঙ্গাদেরও 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ক্যাম্পে নিবন্ধিত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে অনিবন্ধিতদেরও ঠাঁই হচ্ছে। আজ সোমবার উপজেলার তুমব্রু গ্রাম থেকে নিবন্ধিত-অনিবন্ধিতসহ ২ হাজার ১৯৭ জন রোহিঙ্গা নাগরিককে ট্রানজিটে ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৮ জন নিবন্ধিত, আর অনিবন্ধিত ৯৯ জন।

বাকি অনিবন্ধিত রোহিঙ্গাদের একই কায়দায় কুতুপালং-সংলগ্ন ঘুমধুমের এই ট্রানজিট ক্যাম্পে নেওয়া হবে। পরে তাঁদের (অনিবন্ধিতদের) রেজিস্ট্রেশন করে শরণার্থীশিবিরে ঘর বরাদ্দ দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেন স্থানান্তর কার্যক্রম তদারককারী কুতুপালংস্থ ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ সিআইসি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) জহিরুল ইসলাম ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ।

তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ‘১৮ ফেব্রুয়ারি থেকে তিন দিনে সোয়া চার হাজার রোহিঙ্গা শূন্যরেখা থেকে তুমব্রুতে আশ্রয় নিলেও সপ্তাহান্তে গুনে পাওয়া গেছে ২ হাজার ৯৭০ জন। এদের মধ্যে ষষ্ঠ দফায় ট্রানজিট ক্যাম্পে (১৩ ফেব্রুয়ারি পর্যন্ত) নেওয়া হয় ২ হাজার ১৯৭ জন।’

এ বিষয়ে কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় তিন হাজার রোহিঙ্গার মধ্যে দুই হাজারের অধিক আগের নিবন্ধিত। আজ যাদের ট্রানজিট ক্যাম্পে আনা হয়েছে।’

মোহাম্মদ মিজানুর রহমান আরও জানান, বাকিরা অনিবন্ধিত ছিল। এদের আগে ট্রানজিট ক্যাম্পে এনে রেজিস্ট্রেশন করে শিবিরে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। 
এ নিয়ে কোনো ঝামেলা হবে না। যথানিয়মে তাদের আনা হবে।

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে