হোম > সারা দেশ > চট্টগ্রাম

সচিবকে ‘ভুয়া’ কল, চাওয়া হলো দুপুরে খাওয়ার টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমিনকে মোবাইল ফোনে কল দিয়ে তাঁর দপ্তরে অভিযানের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সহকারী পরিচালক সিরাজুল ইসলাম খান পরিচয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে বিএসটিআইঢের পরিচালক বলছেন, সিরাজুল ইসলাম নামে তাদের কোনো কর্মকর্তা নেই। অভিযানের বিষয়টিও ভুয়া।

আজ বুধবার সকালে এই হুমকি দেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমিন। 

রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘একটি নম্বর থেকে কল আসে। রিসিভ করার পর বিএসটিআইয়ের সহকারী পরিচালক সিরাজুল ইসলামের পরিচয় দেন। তারপর বলেন, আপনাদের চা বোর্ডে মোবাইল কোর্ট হবে, প্রস্তুত থাকেন। উত্তরে আমি বলেছি, আচ্ছা আসেন এবং অভিযান করেন।’ একপর্যায়ে দুপুরের খাবারের টাকা দিলে অভিযান করবেন না বলে রুহুল আমিনকে জানান বিএসটিআই পরিচালক পরিচয় দেওয়া ওই ব্যক্তি। 

এদিকে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকেও নিজেকে বিএসটিআইয়ের সহকারী পরিচালক পরিচয় দেন ওই ব্যক্তি। চা বোর্ডে অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা বের হয়েছি, একটু পরে চা বোর্ডে পৌঁছাব। আপনারা (সংবাদমাধ্যম) আসেন। বড় অভিযান হবে।’ 

জানতে চাইলে বিএসটিআইয়ের পরিচালক প্রকৌশলী মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিরাজুল ইসলাম নামে আমাদের কোনো কর্মকর্তা নেই। আর অভিযানের বিষয়টিও ভুয়া।’ সেই সঙ্গে চা বোর্ডে গেলে ওই ব্যক্তিকে ধরে রাখার অনুরোধ জানান তিনি।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ