হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ব্যবসায়ী গুলিবিদ্ধ

ফেনী প্রতিনিধি

জহিরুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

ফেনীর কালিদহ ইউনিয়নের কালিদহ বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। তাঁর নাম জহিরুল ইসলাম (৪০)।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জহিরুল ইসলাম কালিদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কালিদহ বাজারে মা হার্ডওয়্যার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিদহ স্কুল মাঠে দুই পক্ষের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে একদল দুর্বৃত্ত সন্ধ্যায় কালিদহ বাজারে এসে ভাঙচুর শুরু করে। তখন ব্যবসায়ী জহিরুল ইসলামকে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ জহিরুল ইসলামের চাচাতো ভাই তাজুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের কিশোরেরা ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি করে। এরপর এক পক্ষের বড় ভাইয়েরা এসে বাজারে হাঙ্গামা শুরু করে। আমার চাচাতো ভাই বাধা দিলে তার নাভির নিচে গুলি করা হয়। হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।’

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দাউদ বলেন, ‘আহত ব্যক্তির নাভির নিচে রক্তাক্ত ক্ষতের চিহ্ন রয়েছে। আহত ব্যক্তি জানিয়েছেন, তাঁকে গুলি করা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন