চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলায় আল-ফারুক ইসলামী একাডেমি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক সাইফুল ইসলাম (৩৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মিদ্দা বাড়ির ইব্রাহিম খলিলের ছেলে।
চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসআই বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।