হোম > সারা দেশ > চট্টগ্রাম

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

সোনারগাঁ, নারায়ণগঞ্জ (প্রতিনিধি) 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর কুতুবপুর এলাকায় অবস্থিত মৌসুমি ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান কিউট কেমিক্যাল কোম্পানির শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন।

শ্রমিকদের বিক্ষোভের কারণে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত মহাসড়কের কাঁচপুর সেতু এলাকা থেকে লাঙ্গলবন্দ সেতুর উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিক আমিনুল ইসলাম বলেন, ‘এই কোম্পানিতে দীর্ঘ ৭ বছর যাবৎ কাজ করছি। বর্তমানে নিত্যপণ্যের দাম বহুগুণ বৃদ্ধি পেলেও তারা কোনো শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধি করেনি। ১০ বছর আগের বেতনেই এখানে শ্রমিকেরা কাজ করছে। তাই আমরা বর্তমান বাজারের সঙ্গে তাল মিলিয়ে আমাদের বেতন ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছি।’

কিউট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কাজি মঈনুদ্দিন টিপু বলেন, ‘করোনার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের এই বিশৃঙ্খল অবস্থার কারণে আমাদের লোকসান বৃদ্ধি পেয়েছে। তারপরও শ্রমিকদের বিষয়টি আমরা বিবেচনা করব।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যান সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। তিনি শ্রমিকদের বিভিন্ন বিষয়ে খোঁজ নিয়ে তাদের সমস্যা সমাধানে আশ্বস্ত করলে শ্রমিকেরা তাদের বিক্ষোভ বন্ধ করে চলে যান।

কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ কাজী ওয়াহিদ জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে যানজট সৃষ্টি হয়েছিল। তবে এখন ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন