হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদ্রাসার ২ শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম। 

গ্রেপ্তার মো. আবু সুফিয়ান (২৫) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুয়াটোবা ছাহেরা আলী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি জেলার শাহারাস্তি উপজেলার টামটা ইউনিয়নে আলীপুর গ্রামে। 

এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা থানায় মামলা করেছেন। ওই মামলায় শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এজাহার সূত্রে জানা যায়, গুয়াটোবা ছাহেরা আলী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মো. আবু সুফিয়ান কয়েক দিন ধরে মাদ্রাসার দুই ছেলে শিক্ষার্থীকে (১০) ধর্ষণ করে আসছিলেন। এদের মধ্যে একজন গতকাল বাড়িতে যায়। এ সময় সে মাদ্রাসায় ফিরতে অনীহা প্রকাশ করে। পরে অভিভাবকদের কাছে সে ধর্ষণের ঘটনা প্রকাশ করে। 

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন গতকাল রাতেই ওই শিক্ষককে তাঁর শোবার কক্ষে আটক রেখে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। পরে এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। 

এ ব্যাপারে অভিযুক্ত আবু সুফিয়ান ঘটনার কথা অস্বীকার করে বলেন, একই মাদ্রাসার অপর শিক্ষকের সঙ্গে বিরোধের জের ধরে তাঁকে ফাঁসানো হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ তাঁকে চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

সেকশন