হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুহূর্তে বিষাদে ভরে গেল ঈদ, ২ ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মায়ের

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

ঈদের দিন আহত ছেলের সঙ্গে বাবা আলী আকবর সুমন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বাঁশখালী থেকে স্বামীর সঙ্গে ঈদ করতে শ্বশুরবাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রুজিনা আক্তার (২৮)। গতকাল রোববার দুপুরে বাঁশখালীর পিএবি সড়কের দমদমার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি বাঁশখালীর বাণীগ্রামে বেড়াতে গিয়েছিলেন রুজিনা। ঈদ সামনে থাকায় স্বামী আলী আকবর সুমন (৩২) তাঁদের আনতে যান শ্বশুরবাড়ি। বেলা ২টার দিকে মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আনোয়ারার উদ্দেশে রওনা দেন তিনি।

কিন্তু পথে পেছন থেকে দ্রুতগতির একটি বাস তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে চারজনই ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক রুজিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয়েছেন স্বামী আলী আকবর সুমন, তাঁদের দুই ছেলে সানাম (১০) ও আট মাসের শিশু আরিয়ান।

আলী আকবরের চাচাতো ভাই আবদুর রহিম বলেন, ‘আমরা সন্ধ্যা ৭টার সময় হাসপাতাল থেকে লাশ এনে দাফন কাজ করছি। ঈদের আগের দিন এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে পাঠাই। ঘটনার পর বাসটি চলে যাওয়ায় আটক করা যায়নি, আমরা বাসটি শনাক্তের চেষ্টা করছি।’

বর্ণিল আয়োজনে পাহাড়ে বৈসাবি উৎসবের সূচনা

মাত্রাতিরিক্ত হরমোনে পাকানো আনারসে সয়লাব বাজার

কক্সবাজার সৈকতে পর্যটকদের ছবি তুলে হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের