হোম > সারা দেশ > ফেনী

 ১৩ বছর পর গ্রেপ্তার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি 

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে আটোচালককে কুপিয়ে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন চন্দ্র রায়কে (৪৩) ১৩ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার রংপুর জেলার মাহিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মামলায় জানা গেছে, মো. মুলকত আহাম্মদ প্রকাশ কালা মিয়া ২০১০ সালের ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে ফেনীর পরশুরাম সিএনজি স্ট্যান্ড থেকে তাঁর অটোরিকশায় এক যাত্রী ওঠান। ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে যাওয়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে তিনি রওনা দেন। 
এরপর থেকে কালা মিয়ার স্বজনেরা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পান। 

এদিকে গভীর রাত হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্বজনেরা শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন ১৯ নভেম্বর রাত ৩টার দিকে নিহতের ভাই স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন উপজেলার ধলিয়া জগতপুর এলাকায় একটি অজ্ঞাত মরদেহ পাওয়া গেছে। পরে তিনি সেখানে গিয়ে মরদেহ তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন। 

মামলায় আরও জানা গেছে, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। কিন্তু ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ও মোবাইল ফোন পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের ভাই মো. ফখরুল বাদী হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। 

পরবর্তীতে ফুলগাজী থানার পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অটোরিকশা ও মোবাইল ফোন লুট করার জন্য চালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন বলে তাঁরা জবানবন্দি দেন। পরে ২০২১ সালে হত্যার দায়ে আসামি সুমন চন্দ্র রায়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অন্য তিনজনকে মৃত্যুদণ্ড দেন আদালত। 

ফেনী র‍্যাব-৭ জানায়, হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পলাতক থাকার পর আজ তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আসামির নিজ এলাকা জোরালগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ