হোম > সারা দেশ > চট্টগ্রাম

জাতিসংঘের সহকারী মহাসচিবের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক সহকারী মহাসচিব মিসেস উনাইসি লুতু ভুনিওয়াকার এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার উপজেলার কুতুপালং ২ নম্বর ক্যাম্প, ৮ ও ১৮ নম্বর ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধিদলটি। 

এর আগে গতকাল সোমবার জাতিসংঘের সহকারী মহাসচিব কক্সবাজারে এসে পৌঁছান। পরে তিনি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনবিষয়ক কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তিনি। 

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রতিনিধিদলটি এপিবিএনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারা শরণার্থী শিবিরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি জানা-বোঝার চেষ্টা করেন এবং নিরাপত্তার বিষয়গুলো দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা শিবির দেখভালের সঙ্গে যুক্ত জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর কর্মকর্তা, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং মানবিক সহায়তার অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। 

জানা গেছে, সম্প্রতি রোহিঙ্গা শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। রোহিঙ্গাদের দেখভালের বিষয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ বিষয় নিয়ে কয়েকবার আলোচনা হয়েছে। কারণ, এর আগে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের কোনো প্রতিনিধি বাংলাদেশ সফরে আসেনি।

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

টেকনাফে পরিত্যক্ত নৌকায় মিলল জি–৩ রাইফেল–কিরিচ

মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গাকে উদ্ধার, গ্রেপ্তার ৩

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: অস্ত্র হাতে থাকা ২ জন গ্রেপ্তার

সেকশন