ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে এখনো উত্তাল বঙ্গোপসাগর। সমুদ্রের জোয়ারের প্রবল ধাক্কায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দুই অংশ ধসে গেছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে জোয়ারের প্রবল ঢেউয়ের আঘাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া শ্মাশান এলাকায় মেরিন ড্রাইভের দুইটি অংশে একপাশ ধসে গেছে।
তিনি বলেন, ‘সিত্রাংয়ের প্রভাবে সামুদ্রিক জোয়ার স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় আছড়ে পড়েছে। এতে সেখানে সড়কের দুই অংশে ১০ থেকে ১৫ ফুট অংশ ধসে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮৪ কিলোমিটার এ সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।