হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশে কোনো খাদ্যসংকট নেই: কৃষিমন্ত্রী

খাগড়াছড়ি প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলেই দেশে আজ কোনো খাদ্যসংকট নেই। খাদ্যের কোনো ঘাটতি নেই। ধান, সবজি, তেলসহ কৃষি খাতের প্রতিটি সেক্টরে উৎপাদন বেড়েছে। দানাজাতীয় খাদ্যের উৎপাদন বেড়েছে। ২০০৮ সালে ৫-৬ লাখ টন ভুট্টা উৎপাদন হতো, এখন দেশে ৬০ লাখ টন ভুট্টা হয়। ৪ কোটি ৩০ লাখ টন ধান ও গম উৎপদন হয়। আগে সবজি উৎপদন হতো ৩০ লাখ টন, ১৪ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ টন। এটা অবিশ্বাস্য। আগের পার্বত্য এলাকায় আম, আনারস উৎপাদন হতো না। এখন পার্বত্য এলাকায় প্রচুর ফল উৎপাদন হচ্ছে।

আজ বুধবার বিকেলে খাগড়াছড়িতে ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষি মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আসলে খাদ্যসংকটে মানুষ মারা যায়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সারসহ কৃষিপণ্যের দাম বাড়িয়েছে। সারসংকটে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। তখন চাষের জন্য সার পাওয়া যেত না। সারসংকট নিয়ে আন্দোলন করায় বিএনপির আমলে আন্দোলনরত ১৯ কৃষককে গুলি করে হত্যা করা হয়। গত ১৪ বছরে আওয়ামী লীগের মেয়াদকালে কোনো খাদ্যসংকট হয়নি। না খেয়ে কোনো মানুষ মারা যায়নি। বর্তমান সরকার সারের দাম কমিয়েছে।

ভবিষ্যতে কাজুবাদাম আর আমদানি করতে হবে না বরং আমরা রপ্তানি করব। পার্বত্য এলাকায় উৎপাদিত কফি ও কাজুবাদামের প্রক্রিয়াজাত কেন্দ্র গড়ে তোলা হবে। আগামী বর্ষা মৌসুমে তিন পার্বত্য জেলায় ২০ লাখ কাজুবাদামের পাশাপাশি কফি, গোলমরিচের চারা বিতরণ করা হবে জানান কৃষিমন্ত্রী।

কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন