Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কচুয়ায় নিখোঁজের ৪ দিন পর যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 

কচুয়ায় নিখোঁজের ৪ দিন পর যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
আতিক মজুমদার। ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের চার দিন পর বিতারা ইউনিয়নের গোগড়ার বিলের মাছের প্রজেক্ট থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আতিক মজুমদার (২৬) উপজেলার বজুরী খোলা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গোগড়ার বিলে পানি সেচের কাজ করেন আতিক মজুমদার। ৯ ডিসেম্বর ছোট ডিঙি নৌকায় সেচ মেশিনসহ প্রজেক্টের পশ্চিম পাশে আসার সময় নিখোঁজ হন তিনি। বিভিন্ন স্থানে খুঁজেও পাওয়া যায়নি। গতকাল বুধবার তাঁর সন্ধান চেয়ে কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ওই বিলে আজ মাছের প্রজেক্টে তার লাশ ভাসমান অবস্থা দেখতে পান স্থানীয়রা।

আতিক মজুমদারের বাবা আব্দুল মতিন বলেন, ‘আতিক কয়েক দিন ধরে পানি সেচের কাজ করে আসছিল। মেশিন আনতে গিয়ে নিখোঁজ হয়। আমার ছেলেকে কে বা কারা হত্যা করে সেচ মেশিনের সঙ্গে পানিতে ডুবিয়ে রাখে। আমি ছেলে হত্যাকারীর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, বৃহস্পতিবার গোগড়ার বিল থেকে আতিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে

কসবায় পাহাড় কাটার সময় মাটিচাপায় মৃত্যু

মুক্তিযোদ্ধার নাতি সেজে ১২ বছর পুলিশে চাকরি, অবশেষে গ্রেপ্তার

ক্যানসারে আক্রান্ত বাবার মৃত্যুর ২ মাসের মধ্যে খুন হন রিকশাচালক জাহিদুল

আনোয়ারায় বাজার স্থিতিশীল রাখতে অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২১

প্রেমের বিয়েতে বাধা যৌতুকলোভী বাবা, স্কুলছাত্রের আত্মহত্যা

আশুগঞ্জ সার কারখানায় ফের বন্ধ ইউরিয়া উৎপাদন

লক্ষ্মীপুরে তারাবি পড়া অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু

সীতাকুণ্ডে জেলেপাড়ায় আগুন, ২০ লাখ টাকার জালসহ পুড়ল ৮ দোকান