হোম > সারা দেশ > চট্টগ্রাম

খতনার সময় অতিরিক্ত জখম: এক চিকিৎসককে টেকনাফে বদলি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ বছরের শিশুর খতনা করাতে গিয়ে পুরুষাঙ্গের কিছু অংশ কেটে ফেলার অভিযোগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমারকে টেকনাফে বদলি করা হয়েছে। একই সঙ্গে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে, গতকাল বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমারকে কক্সবাজারের টেকনাফে বদলি করা হলো। তবে ঘটনার পর থেকে এখনো পলাতক রয়েছেন খতনা করা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (শিক্ষানবিশ) সৌরভ ভৌমিক। 

শিশুটির বাবা বলেন, শিশুকে গতকাল বুধবার দুপুরে হাসপাতালে নিয়ে আসেন তিনিসহ তাঁর পরিবারের লোকজন। হাসপাতালে জরুরি বিভাগে আসার সঙ্গে সঙ্গে ইন্টার্ন চিকিৎসক সৌরভ ভৌমিক ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার নির্দিষ্ট চিকিৎসক আসার আগেই খতনার কাজ শুরু করেন। এ সময় সৌরভ ওই শিশুর পুরুষাঙ্গের কিছু অংশ কেটে ফেললে রক্তক্ষরণ শুরু হয়। এরপর দ্রুত জরুরি বিভাগ থেকে পালিয়ে যান সৌরভ ও বিজয়।

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন বিশেষজ্ঞ সার্জারি কনসালট্যান্ট এ খতনা করেন। তবে এ হাসপাতালটিতে সার্জারি কনসালট্যান্ট না থাকায় একজন চিকিৎসক খতনার কাজ করতেন। 

হাসপাতালের আরএমও মোহাম্মদ জোবায়ের জানান, হাসপাতালের নিয়মের বাইরে গিয়ে সৌরভ ও বিজয় এমন কাজ করেছেন। ইতিমধ্যে বিজয় কুমারকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। আর ঘটনার পর থেকে পলাতক সৌরভ ভৌমিক, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ