রাঙামাটি প্রতিনিধি
সাফ চ্যাম্পিয়ন দলের মিডফিল্ডার ঋতুপর্ণা ও গোলরক্ষক রূপনা চাকমার পরিবারের হাতে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা পুরস্কার তুলে দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান।
আজ মঙ্গলবার দুপুরে ঋতুপর্ণা ও রূপনার বাড়িতে গিয়ে তাঁদের মায়েদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় তাঁদের বাড়ির যাতায়াতের রাস্তা সংস্কার ও কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
প্রসঙ্গত, গতকাল সোমবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জেতে গোলাম রব্বানী ছোটনের দল। স্বপ্নের ফাইনালে প্রথম গোলটি শামসুন্নাহার জুনিয়রের। পরের দুই গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান কৃষ্ণা রানী সরকার।