হোম > সারা দেশ > চাঁদপুর

বিয়ের নিমন্ত্রণ ফিরিয়ে দেওয়ায় স্বজনকে পেটালেন বর ও তাঁর বাবা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামে বিয়ের দাওয়াত দিতে স্বজনদের পিটিয়েছেন খোদ বর ও তাঁর বাবা। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, বারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের সদস্যদের মারধর করেন।

মারধরের ঘটনায় বাবুলের স্ত্রী উষা রানী ও ছোট ভাই কিরণ রবি দাস আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী রবি দাস জানান, কয়েক মাস আগে তাঁর ছেলে সঞ্জিব রবিদাস ক্যানসার আক্রান্ত হয়। তাঁর চিকিৎসার জন্য জহরলালের কাছ থেকে ৯৫ হাজার টাকা ধার নেন তিনি। টাকা নেওয়ার ১৪–১৫ দিনের মাথায় ছেলে মারা যান। পরে ধারের টাকা শোধ করতে গেলে ১৮ দিনের জন্য তাঁর কাছ থেকে অতিরিক্ত ৩০ হাজার টাকা আদায় করেন জহরলাল। এ সময় তাঁকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিতও করা হয়। এ কারণে গতকাল শুক্রবার জহরলাল ও তাঁর ছেলে বিয়ের নিমন্ত্রণ দিতে এলে তাঁরা প্রত্যাখ্যান করেন। এ কারণে বাপ–বেটা মিলে তাঁদের বেদম মারধর করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরের বাবা জহরলাল বলেন, তাঁর ছেলে আকাশের বিয়ে উপলক্ষে ধর্মীয় আচার ও নিমন্ত্রণ দিতে গিয়েছিলেন। সবকিছু সুন্দরভাবে হলেও চাচাতো ভাই কিরণের খারাপ আচরণকে কেন্দ্র করে কথা–কাটাকাটি ও মারামারি হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন লিটন জানান, বিষয়টি সমঝোতার লক্ষ্যে একটি সালিস বৈঠক ডাকা হয়েছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ