হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিয়ের নিমন্ত্রণ ফিরিয়ে দেওয়ায় স্বজনকে পেটালেন বর ও তাঁর বাবা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামে বিয়ের দাওয়াত দিতে স্বজনদের পিটিয়েছেন খোদ বর ও তাঁর বাবা। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, বারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের সদস্যদের মারধর করেন।

মারধরের ঘটনায় বাবুলের স্ত্রী উষা রানী ও ছোট ভাই কিরণ রবি দাস আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী রবি দাস জানান, কয়েক মাস আগে তাঁর ছেলে সঞ্জিব রবিদাস ক্যানসার আক্রান্ত হয়। তাঁর চিকিৎসার জন্য জহরলালের কাছ থেকে ৯৫ হাজার টাকা ধার নেন তিনি। টাকা নেওয়ার ১৪–১৫ দিনের মাথায় ছেলে মারা যান। পরে ধারের টাকা শোধ করতে গেলে ১৮ দিনের জন্য তাঁর কাছ থেকে অতিরিক্ত ৩০ হাজার টাকা আদায় করেন জহরলাল। এ সময় তাঁকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিতও করা হয়। এ কারণে গতকাল শুক্রবার জহরলাল ও তাঁর ছেলে বিয়ের নিমন্ত্রণ দিতে এলে তাঁরা প্রত্যাখ্যান করেন। এ কারণে বাপ–বেটা মিলে তাঁদের বেদম মারধর করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরের বাবা জহরলাল বলেন, তাঁর ছেলে আকাশের বিয়ে উপলক্ষে ধর্মীয় আচার ও নিমন্ত্রণ দিতে গিয়েছিলেন। সবকিছু সুন্দরভাবে হলেও চাচাতো ভাই কিরণের খারাপ আচরণকে কেন্দ্র করে কথা–কাটাকাটি ও মারামারি হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন লিটন জানান, বিষয়টি সমঝোতার লক্ষ্যে একটি সালিস বৈঠক ডাকা হয়েছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন