হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরের দুই স্থানে আগুনে পুড়েছে ২৫ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পৃথক স্থানে আগুনে ২৫টি দোকান পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোরে জেলার রামগতি বাজার ও চরগাজীর জয়নাল মিয়ার তেমুহানীতে আগুনের এই ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আজ সোমবার ভোরে চরগাজীর জয়নাল মিয়ার তেমুহানীতে আগুন লাগে। আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। তাতে ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রামগতি বাজারে অগ্নিকাণ্ডে পুড়েছে পাঁচটি দোকান। দুই জায়গায় অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন বলেন, পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফার্মেসি, মুদি, ইলেকট্রনিক ও মনোহারী দোকান। দুটি জায়গায় অগ্নিকাণ্ডে ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়েছে। তাতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জয়নাল মিয়ার তেমুহানীর ব্যবসায়ীরা। সেখানে ২০টি দোকান পুড়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আবদুল মন্নান আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। তারপরও সময়মতো আসাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

বন্য হাতির ভয় আপাতত নয়

সাংগ্রাই উৎসবে রঙিন পাহাড়

রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

চট্টগ্রাম ডিসি হিলের মঞ্চে দুর্বৃত্তের হামলা, বর্ষবরণ অনুষ্ঠান বাতিল

চট্টগ্রাম ও চবিতে বর্ষবরণের যত আয়োজন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আরও ৮ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে

কর্ণফুলীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক এমপি নদভী

সীতাকুণ্ডে লিফট ছিঁড়ে পড়ে কারখানার দুই শ্রমিক নিহত

মারমাদের সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা