Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্লীলতাহানির ভিডিও করে ভাইরাল করার ভয় দেখায় তারা: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শ্লীলতাহানির ভিডিও করে ভাইরাল করার ভয় দেখায় তারা: র‍্যাব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন অভিযুক্তরা। আজ শনিবার দুপুরে নগরের চান্দগাঁও কার্যালয়ে র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম ইউসুফ সাংবাদিকদের এসব বলেন।

এর আগে শুক্রবার রাতে হাটহাজারী ও রাউজানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২)। বাকি দুজন হলেন হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২) ও একই কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২)।

র‍্যাব-৭-এর অধিনায়ক এস এম ইউসুফ বলেন, ‘গত ১৭ জুলাই ভুক্তভোগী ছাত্রী রাতে খাওয়াদাওয়া শেষে বন্ধুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলসংলগ্ন পথে হাঁটছিলেন। এ সময় অজ্ঞাতনামা পাঁচজন তাঁদের পথরোধ করে জেরা ও মারধর করেন। একপর্যায়ে ওই ছাত্রী ও তাঁর বন্ধুকে জোরপূর্বক বেগম ফজিলাতুননেছা হলের পেছনে ঝোপঝাড়ের দিকে মারধর করতে করতে নিয়ে যান।’

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ‘আসামিরা শ্লীলতাহানি করেন এবং ভিডিও ধারণ করেন। এ সময় আসামিদের একজন হুমকি দেন যে, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে ধারণকৃত ভিডিও ভাইরাল করে দেবেন। সেখানে ভুক্তভোগীদের প্রায় এক ঘণ্টা আটকে রেখে পরে মোবাইল ফোন ও টাকা-পয়সা রেখে দেন। পরে বুধবার ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।’

র‍্যাব কর্মকর্তা এস এম ইউসুফ বলেন, ঘটনার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি ও তৎপর হয়। এর পরিপ্রেক্ষিতে হাটহাজারী ও রাউজানে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করে পাঁচ যুবক। তাঁকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী। 

এই সম্পর্কিত আরও পড়ুন:

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

হাসপাতাল থেকে অন্যের বাচ্চা নিয়ে উধাও নারী

কাজের সন্ধানে এসে অপহরণ চক্রের আস্তানায় যুবক, উদ্ধার করল যৌথ বাহিনী

চট্টগ্রামে টেম্পোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে মানুষ

নোয়াখালীতে ৯টি চোরাই মোবাইলসহ কক্সবাজারের তিন যুবক আটক

পাঁচ মাসের ব্যবধানে লারমা স্কয়ারে ফের আগুন