Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানে জগদ্ধাত্রী পূজা উদযাপিত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে জগদ্ধাত্রী পূজা উদযাপিত

বান্দরবানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। আজ রোববার সকাল ৯টায় সাগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ পূজা শেষ হয়েছে। এর আগে গতকাল শনিবার সকালে বান্দরবানের সনাতনী ঐশ্বরিক সংঘের আয়োজনে এ পূজা শুরু হয়। 

জানা যায়, জগদ্ধাত্রী পূজা দুর্গাপূজার আরেক রূপ। কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পূজা পালন করে সনাতন ধর্মাবলম্বীরা। একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা করা হয়। দুর্গা পূজার পরপরই এই পূজা পালন করে সনাতনী সম্প্রদায়ের নর-নারীরা। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ করা হয়েছে। এরপর চলে জগদ্ধাত্রী মায়ের পূজা।

জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গীতা পাঠ, আরতি, মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়। পূজা উপলক্ষে সনাতনী সমাজের মধ্য বইছে আনন্দের বন্যা। নারী, পুরুষ শিশুসহ সকল বয়সের সনাতন ধর্মাবলম্বীরা পূজামণ্ডপে উপস্থিত হয়ে জগতের শান্তি লাভের আশায় প্রার্থনায় মিলিত হন। 

এ বিষয়ে বান্দরবান সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদ্‌যাপন পরিষদ সভাপতি কাঞ্চন দেব বলেন, প্রতি বছরের মত আমরা এবারেও বান্দরবানের সনাতনী ঐশ্বরিক সংঘের আয়োজনে জগদ্ধাত্রী পূজা পালন করেছি। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এবারের পূজা অনুষ্ঠিত হয়। 

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার