Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

অর্ধশত বছর ধরে গাছের সঙ্গে সখ্যতা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার পাটওয়ারীর

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

অর্ধশত বছর ধরে গাছের সঙ্গে সখ্যতা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার পাটওয়ারীর

বাড়ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। সময়ে অসময়ে কখনো বৃষ্টি কখনো তীব্র উত্তাপ। জলবায়ুর পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে বেশি বেশি গাছ লাগানোর কথা বললেও অনেকেই তা শুনছেন না। কিন্তু এসব না জেনেই গত অর্ধশত বছর ধরে গাছ লাগানো, যত্ন নেওয়া থেকে গাছ রক্ষায় কাজ করে চলছেন দেলোয়ার হোসেন পাটওয়ারী নামে একজন বীর মুক্তিযোদ্ধা।

এই বীর মুক্তিযোদ্ধা ইতিমধ্যেই নিজের বাড়ির চারপাশে তিন একর জমিতে ১২ হাজার গাছের এক বাগান গড়ে তুলেছেন। কবুতর, মোরগ, গরু পালন ও মাছ চাষের সঙ্গ রয়েছে তাঁর সখ্যতা।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামের অধিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন পাটওয়ারী। কিশোর বয়স থেকেই গাছ লাগানো তাঁর নেশা। নিজের কাছে টাকা থাকলেই গাছ কিনে তা রোপণ করতেন বাড়ির আঙিনা, উঠোনে, ঘরের কোনায় কিংবা পুকুর পাড়ে। এভাবে গত ৫০ বছরে ৩২০ শতক জমিতে অন্তত ১০০ জাতের ১২ হাজার গাছ রোপণ করেছেন তিনি। যেখানেই বিরল জাতের গাছ পান সেখান থেকেই সংগ্রহ করে রোপণ করতেন। এ ছাড়া ২১০ শতক সম্পত্তিতে বিশাল আকৃতির দুটি মাছের খামারে নানান জাতের ১৬ হাজার মাছ চাষ করেছেন।

দেলোয়ার হোসেন পাটওয়ারীর স্ত্রী রওশন আরা বলেন, তিনি গাছ ছাড়া আর কিছু বোঝেন না। বাজারের টাকা বাঁচিয়ে গাছ কিনে নিয়ে আসেন। তিনি একজন গাছ প্রেমিক মানুষ। নিজেই এখন চলাফেরা করতে কষ্ট হলেও সকাল-বিকেল গাছের পরিচর্যা করতে ভোলেন না।

দেলোয়ার হোসেন পাটওয়ারী বলেন, ‘জীবনের অনেকটা সময় গাছের সঙ্গেই কাটিয়েছি। ছেলে-মেয়ের মতোই আমি গাছকে ভালোবাসি। আমার নিজ বাড়িতে কবুতর, মোরগ, গরু, মাছ ও গাছ নিজেদের পরিবার, স্বজন, প্রতিবেশীকে বিলিয়ে দেওয়ার পাশাপাশি বিক্রিও করে থাকি। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছি। আমি মনে করি বর্তমান বেকার তরুণেরা চাকরির পেছনে না ছুটে উদ্যোগী হওয়া প্রয়োজন।’

ফরিদগঞ্জ উপজেলা বন কর্মকর্তা কাউসার মিয়া বলেন, ‘মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন পাটওয়ারীর বাড়িতে আমি নিজেই বেশ কয়েকবার গিয়েছি। তাঁর বসতভিটায় বিরল প্রজাতির গাছ রয়েছে। এ ছাড়া অন্যান্য প্রজাতির গাছও রয়েছে। সত্যিই তিনি একজন গাছ প্রেমিক মানুষ।’

২০ বছরেও চাকরি স্থায়ী হয়নি ১১৬ জনের

পাহাড়ে জলকেলিতে মাতল মারমারা

চট্টগ্রামে বাসে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, চালক ও হেলপার গ্রেপ্তার

হামলা মামলায় চট্টগ্রামে কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

শিশু আদিবা হত্যা: রিকশাচালক গ্রেপ্তারের পর সাবেক ইউপি সদস্য উধাও

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

মেরিন ড্রাইভে পড়ে আছে হ্যান্ড গ্রেনেড

কুয়েটের শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

মতলব উত্তরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণ নিহত