লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে রামগতি থানায় স্থানীয় জামাল উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী। এর আগে গতকাল ভোরে ঘটনাটি ঘটে।
জানা যায়, ভুক্তভোগী ওই নারী গতকাল ভোরে ঘরের পাশে বাথরুমে যান। এ সময় দুই ব্যক্তি তাঁকে জাপটে ধরে নির্জন জায়গায় নিয়ে যান। পরে হাত-পা ও মুখ বেঁধে পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে পালিয়ে যান ধর্ষকেরা। অভিযোগ উঠেছে, ওই নারীর নিকটাত্মীয় জামাল উদ্দিনসহ চার-পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করেছেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, দুই বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর জামাল উদ্দিন তাঁকে নোংরা প্রস্তাব দেন। এ নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলছিল। কয়েক মাস পর জামাল উদ্দিন তাঁকে ধর্ষণ করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় বিচার দাবি করলে ভয়ভীতি দেখিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান জামাল। ওই নারী অভিযোগ করেন, আগের ক্ষোভ থেকে বন্ধুদের সঙ্গে নিয়ে ফের তাঁকে ধর্ষণ করেছেন জামাল উদ্দিন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, আশরাফ ও নুর ইসলাম নামের দুজন জামাল উদ্দিনকে সহযোগিতা করেছেন বলে জানা গেছে। বাকি দুই অজ্ঞাতনামা আসামিকে এখনো শনাক্ত করা যায়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।