হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম গণপূর্ত: ঠিকাদারি নিয়ন্ত্রণে উত্তেজনা, পুলিশ পাহারায় পূর্ত এলাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গণপূর্তের ঠিকাদারি নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিতে মরিয়া হয়ে উঠেছে দুটি গ্রুপ। এ নিয়ে গত ৩০ জুন আগ্রাবাদে গণপূর্ত ঠিকাদার সমিতির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ অবস্থায় সপ্তাহজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আগ্রাবাদ গণপূর্ত এলাকায়।

ঠিকাদার ও গণপূর্তের কর্মকর্তারা জানান, ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে ঠিকাদারকে মারধর ও এক প্রকৌশলীকে হত্যার হুমকি দেন যুবলীগ নেতা এ এস এম পারভেজ ও তাঁর অনুসারীরা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর পারভেজ গণপূর্ত কার্যালয়ে তাঁর একচ্ছত্র আধিপত্য হারান। সম্প্রতি সেই ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এরই ধারাবাহিকতায় তাঁর শতাধিক অনুসারী গণপূর্তর নিচতলায় বাংলাদেশ ঠিকাদার সমিতির কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ে থাকা ঠিকাদার জাহাঙ্গীরকে মারধর করেন তাঁরা। পরে ঠিকাদার সমিতির নেতা হাসান মজুমদার শাকিল ও কাজী মাহমুদুল হাসান রনির লোকজন পাল্টা হামলা চালালে পারভেজ গ্রুপের জালাল আহত হন।

এ বিষয়ে ঠিকাদার সমিতির নেতা বলেন, পারভেজ একজন টেন্ডারবাজ ও সন্ত্রাসী। ২০২১ সালের ঘটনার পর তিনি ও তাঁর অনুসারীরা গণপূর্ত ভবনে আর আসতে পারেননি। তিন বছর পর ত্রাসের পরিবেশ সৃষ্টি করে তাঁরা আবার ঠিকাদারি ব্যবসায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।

জানতে চাইলে যুবলীগ নেতা পারভেজ বলেন, ‘আমি অনেক দিন থেকে ঠিকাদারি করি না। এখানে অনেক ঠিকাদার আমার পরিচিত থাকতে পারেন। ৩০ জুনের ঘটনায় আমি যাইনি।’

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, জালালের নেতৃত্বে ৩০ জুন এক ঠিকাদারের ওপর হামলা চালানো হয়েছে। ওই সময় জালাল নিজেও সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং জালাল, শাকিব ও মামুনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, জালাল হামলা চালাতে গিয়ে আহত হয়েছেন। হামলাকারীরা কথিত যুবলীগ নেতা এ এস এম পারভেজের অনুসারী। তবে জালালের পরিবারের দাবি, বিল নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। চিকিৎসার সুযোগ না দিয়েই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গত সপ্তাহজুড়ে আগ্রাবাদ গণপূর্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা স্বীকার করে ওসি বলেন, ‘যেখানে কোনো আশঙ্কা দেখি, সেখানে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করি।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন