নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনি মারা যান।
নিহত ওই যুবকের নাম শেখ আবু বাক্কার (৩৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা চাতলপাড় ইউনিয়নের কচুয়া সরিষাপুর গ্রামের মো. শেখ কবির আনসারীর ছেলে। আবু বাক্কার তিন পুত্রসন্তানের বাবা।
আবু বাক্কারের স্বজনেরা জানান, প্রায় ২০ বছর ধরে কুয়েতে প্রবাসজীবন যাপন করছেন আবু বাক্কার। সেখানে তিনি প্রাইভেট কারে রাইড শেয়ারিং করতেন। ঘটনার দিন কুয়েতে রাইড শেয়ারিং করতে গিয়ে তাঁর প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয়। সেখানে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচতো ভাই শেখ আবু সামা আনসারী। তিনি বলেন, ‘আমার ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে এখনও বিস্তারিত জানতে পারিনি। তবে আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।’