হোম > সারা দেশ > ফেনী

 ৯৯৯-এ কল পেয়ে ক্লিনিকের তালা খুলে অবরুদ্ধ নারীকে উদ্ধার

ফেনী প্রতিনিধি

চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ফেনী শহরের একটি ক্লিনিক থেকে এক নারীকে উদ্ধার করছে পুলিশ। ৯৯৯ থেকে অবরুদ্ধ ওই নারীর কল পেয়ে তালা খুলে তাঁকে বের করা হয়। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের বড় মসজিদসংলগ্ন ক্লিনিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ৯৯৯-এ কল পেয়ে তারা শহরের সুমন আরা ডেন্টাল ক্লিনিকের তালা ভেঙে ওই নারীকে উদ্ধার করে। ওই নারীর অভিযোগ, তাকে মোটা অঙ্কের বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গতকাল সকালে প্রতিষ্ঠানটিতে ডেকে নেয় কর্তৃপক্ষ। একপর্যায় সারা দিন অফিসের বিভিন্ন কাজ করিয়ে রাত ৮টার দিকে অফিস বন্ধ করার সময় বাইরে তালা দিয়ে ওই নারীকে আটকে রেখে চলে যান প্রতিষ্ঠানের মালিক সুমন। 

এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ওই নারীকে ভেতরে থাকা অবস্থায় বাইরে তালাবন্ধ দেখি। এ সময় একই প্রতিষ্ঠানের এক কর্মচারীর কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে নারীকে উদ্ধার করি। তবে এ বিষয়ে ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে ঘটনার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কজন স্থানীয় লোক জানান, এর আগেও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নারীঘটিত অসংখ্য অভিযোগ রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানের মালিক বিভিন্নভাবে প্রতিটি ঘটনা ধামাচাপা দেন। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার