হোম > সারা দেশ > চট্টগ্রাম

আদালতের ৯ বস্তা মামলার নথি মিলল ভাঙারি দোকানে, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৬: ৩৩
ফাইল ছবি

চট্টগ্রাম আদালতের সরকারি আইন কর্মকর্তার (মহানগর পিপি) কার্যালয় থেকে উধাও হওয়া নয় বস্তা নথিপত্র মিলল ভাঙারির দোকানে। আজ বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি পাথরঘাটা এলাকার একটি ভাঙারি দোকান থেকে এসব নথি উদ্ধার করে পুলিশ। এ সময় মো. রাসেল (৩৫) নামে একজনকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম আদালত থেকে ১ হাজার ৯১১টি নথি চুরির ঘটনার পর থেকেই সেগুলো উদ্ধার করতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছিলাম। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি ভাঙারি দোকান থেকে ওসব নথিপত্র উদ্ধার করে।’

ওসি আরও বলেন, ‘এ সময় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তিনি আদালতে একটি চা-দোকানে কাজ করেন। আদালতে মহানগর পিপি অফিসের সামনে পড়ে থাকা নথিপত্রগুলো সে নিয়ে ভাঙারি দোকানে বিক্রি করেছে। কিছু নথিপত্র উদ্ধার করেছি। বাকি নথিপত্র উদ্ধার করতে আমরা তাকে নিয়ে অভিযান পরিচালনা করছি।’

তথ্যমতে, চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়ার কার্যালয় থেকে ১ হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) উধাওয়ের ঘটনা গত রোববার (৫ জানুয়ারি) জানাজানি হয়। এরপর পিপি নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে তিনি উল্লেখ করেছিলেন, হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র, বিস্ফোরকসহ প্রায় ১ হাজার ৯১১টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

শাহ আমানত বিমানবন্দরে কয়েকজন কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

চাঁদপুরের আ.লীগ নেতা জসিম ঢাকা থেকে গ্রেপ্তার

গুচ্ছ থেকে বের হতে কুবি প্রশাসনকে শিক্ষার্থীদের আলটিমেটাম