Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুবর্ণচরে মেঘনা নদীতে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচরে মেঘনা নদীতে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি

নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে জোয়ারের পানিতে ভেসে যাওয়ার ১৯ ঘণ্টা পরও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। এ সময় তাঁর সঙ্গে থাকা দুই বন্ধু শাহাব উদ্দিন ও মহিউদ্দিন মহিবকে স্থানীয় জেলেরা নদীর তিন কিলোমিটার দূর থেকে উদ্ধার করেছেন।

নিখোঁজ যুবকের নাম আমির হোসেন (২৫)। তিনি উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী আহমদ চৌকিদারের ছেলে। তিনি এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের শিউলি একরাম বাজারসংলগ্ন বোয়ালখালী ঘাটে এ ঘটনা ঘটে। ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

নিখোঁজ আমির হোসেনের বড় ভাই সলিম উল্লাহ বলেন, বোয়ালখালী ঘাটের অদূরে উড়িরচর, জ্যাহিজ্জার চর, স্বর্ণদ্বীপসহ আশপাশের সম্ভাব্য স্থানে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তিনি মনে করেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, কোস্ট গার্ড যদি উদ্ধার কাজে সহযোগিতা করে, তাহলে হয়তো তাঁর ছোট ভাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে।

স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় আমরা তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। নদীতে স্রোত বেশি থাকায় নৌকা নিয়ে খুঁজতে কিছুটা সমস্যা হচ্ছে।’

গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ১০-১২ জন বন্ধু মিলে চর জুবলি ইউনিয়ন থেকে মোহাম্মদপুর ইউনিয়নের শিউলি একরাম বাজারসংলগ্ন বোয়ালখালী ঘাটে মেঘনা নদীর পাড়ে যান আমির হোসেন। নদীতে তখন ভাটা থাকায় তিন বন্ধু হেঁটে নদীর পাড় থেকে প্রায় ১০০ মিটার দূরে যান। এমন সময় দুই দিক থেকে জোয়ার এলে তাঁরা তীরে ফিরতে না পেরে নদীতে ভেসে যান। পরে স্থানীয় জেলেরা দুজনকে জীবিত উদ্ধার করলেও আমির হোসেন নিখোঁজ হন।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার