নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়ির মির্জারহাট এলাকার বাসিন্দা মো. বাহাদুর। কয়েক সপ্তাহ পর বিদেশে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু স্বাস্থ্য পরীক্ষার এক ‘ভুল’ রিপোর্টে তাঁর বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, কয়েক সপ্তাহ পর ওমান যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তাই যথারীতি স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। গত ১৩ সেপ্টেম্বর পরীক্ষাগুলো করান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রামের ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে’। এ জন্য তাঁকে প্রায় ৮ হাজার টাকা দিতে হয়। একদিন পর দেওয়া রিপোর্টে তাঁকে ‘আনফিট’ দেখানো হয়।
ওই রিপোর্টে ‘আনফিট’ দেওয়ার কারণ হিসেবে বলা হয়, লিভারের ফাংশন টেস্টে নির্ধারিত মাত্রার চেয়ে রক্তের একটি উপাদান বেশি রয়েছে। পরে রিপোর্টটি নিয়ে তিনি দেখান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহারকে। তিনি বাহাদুরকে পরীক্ষাটি আবার করাতে বলেন। বাহাদুর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে সেটি পরীক্ষা করান। কিন্তু সেই পরীক্ষায় বিষয়টি স্বাভাবিক আসে। অর্থাৎ তাঁর লিভারে কোনো সমস্যা নেই।
বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ডা. নাজমুন নাহার লিভার ঠিক আছে বলেন। মেডিকেলের ওই রিপোর্টটি ভুল থাকতে পারে বলে জানান নাজমুন নাহার।
এবার বাহাদুর রিপোর্টটি নিয়ে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে’ যোগাযোগ করলে তারা কোনো সহযোগিতা করেনি। এ বিষয়ে আজ সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ করবেন বলে জানান বাহাদুর।
এ বিষয়ে জানতে চট্টগ্রামের হালিশহরের ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে’ যোগাযোগ করা হলে কেউ মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘কেউ ভুল রিপোর্ট দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে আগে অভিযোগ দিক, তারপর বিষয়টি দেখব।’