Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
নিহত মো. সেলিম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বাংগড্ডা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. সেলিম ভূঁইয়া (৪৫)। তিনি হেসাখাল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে একটি সমাবেশ হওয়ার কথা ছিল। একই সময় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার সমর্থকেরা একটি গাড়িবহর নিয়ে বাংগড্ডা বাজার অতিক্রম করছিলেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং সেলিম ভূঁইয়া নিহত হন।

সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া দাবি করেছেন, নিহত সেলিম ভূঁইয়া তাঁর কর্মী ছিলেন।

নিহতের ভাই আব্দুর রহিম বলেন, ‘আমার ভাই সেলিম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং আবদুল গফুর ভূঁইয়ার অনুসারী ছিলেন। গফুর ভূঁইয়ার সভায় যাওয়ার পথে মোবাশ্বের আলম ভূঁইয়ার লোকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। বিএনপি হয়ে বিএনপির নেতাকে হত্যা করল, কেন্দ্রীয় নেতাদের কাছে আমি এর জবাব চাই।’

এ বিষয়ে বিএনপির উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ বর্তমানে সরকারি হাসপাতালে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি