Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্কুলছাত্রীকে ইভ টিজিং ও টানাহেঁচড়ার ঘটনায় যুবকের কারাদণ্ড

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

স্কুলছাত্রীকে ইভ টিজিং ও টানাহেঁচড়ার ঘটনায় যুবকের কারাদণ্ড

বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ইভ টিজিং ও প্রকাশ্যে স্কুলছাত্রীকে টানাহেঁচড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাবিবুর রহমান (২৫) নামের এক যুবককে ক্ষুব্ধ এলাকাবাসী আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা আটক হাবিবুর রহমানকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। 

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, নবম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৫) একই এলাকার হোটাটিয়া রোশা হাজি বাড়ির হারুন অর রশিদের ছেলে হাবিবুর রহমান উত্ত্যক্ত করতেন। আজ সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে হাবিবুর রহমান তার গতিরোধ করে ইভ টিজিং ও টানাহেঁচড়া করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। 
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হাবিবুর রহমানকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, ‘ইভ টিজিংকারী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া আটক হাবিবুর রহমান নিজেও স্বীকার করেছে স্কুলছাত্রীকে সে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করত। ওই ঘটনায় আটক হাবিবুর রহমানকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’ 

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার