Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, চিকিৎসাধীন পাইলটের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, চিকিৎসাধীন পাইলটের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফূলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের মৃত্যু হয়েছে। আজ সকালে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় দুই ঘণ্টা পর বেলা ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা এ তথ্য নিশ্চিত করেন।

শাকিলা সোলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানে আসিম (আসিম জাওয়াদ) নামের এক পাইলট নেভি হাসপাতালে (পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে) মারা গেছেন। প্রথম থেকেই তাঁর অবস্থা খারাপ ছিল। বেলা ১২টার দিকে আইসিইউতে তাঁর মৃত্যু হয়।’ 

বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর ওয়াই এ কে-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। প্যারাসুট দিয়ে নামার পর বিমানে থাকা দুই পাইলটকে স্থানীয়রা কর্ণফুলী নদী থেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া আহত কো পাইলট উইং কমান্ডার সোহান। ছবি: আজকের পত্রিকা

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর ওয়াইএকে-১৩০ নামক যুদ্ধবিমানটি রানওয়ে দিয়ে ওঠার সময় স্পার্কস করে। এ সময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায় এবং একপর্যায়ে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে পতেঙ্গার কনটেইনার টার্মিনালের সামনে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে পড়ে। 

 আসিম জাওয়াদ। ছবি: সংগৃহীত

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ‘বিমানে থাকা দুজন পাইলটকে আমরা প্যারাসুট করে নামতে দেখেছি। ছড়িয়ে পড়া ভিডিওতেও দুই পাইলটকে প্যারাসুটে চড়ে নামতে দেখা গেছে। সেখানে দেখা গেছে, হঠাৎ আকাশে থাকা উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। তখন দুই পাইলট প্যারাসুটে নদীর ওপর নেমে পড়েন। এর মধ্যেই বিমানটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।’

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। প্যারাসুট দিয়ে নামার পর বিমানে থাকা পাইলটকে স্থানীয়রা কর্ণফুলী নদী থেকে উদ্ধার করে । ছবি: আজকের পত্রিকাযান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ যুদ্ধবিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে বলে আইএসপিআর থেকে জানানো হয়েছে।

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে

কসবায় পাহাড় কাটার সময় মাটিচাপায় মৃত্যু

মুক্তিযোদ্ধার নাতি সেজে ১২ বছর পুলিশে চাকরি, অবশেষে গ্রেপ্তার

ক্যানসারে আক্রান্ত বাবার মৃত্যুর ২ মাসের মধ্যে খুন হন রিকশাচালক জাহিদুল

আনোয়ারায় বাজার স্থিতিশীল রাখতে অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২১

প্রেমের বিয়েতে বাধা যৌতুকলোভী বাবা, স্কুলছাত্রের আত্মহত্যা

আশুগঞ্জ সার কারখানায় ফের বন্ধ ইউরিয়া উৎপাদন