হোম > সারা দেশ > নোয়াখালী

বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান মারা গেছেন

নোয়াখালী প্রতিনিধি

মুক্তিযুদ্ধে বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনীর (বিএলএফ) কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী, এক ছেলে ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়–স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক শিষ্য রেখে গেছেন। 

আওয়ামী লীগ নেতা সহিদ উল্যাহ খান সোহেল পরিবারের বরাত দিয়ে বলেন, আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকার বাসায় মাহমুদুর রহমান বেলায়েত বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত বৃহত্তর নোয়াখালী অঞ্চলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি জেলা মুজিব বাহিনীর প্রধান, চৌমুহনী এসএ কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৭৩ সালে নোয়াখালী-১০ বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন (বর্তমানে নোয়াখালী-৩) থেকে প্রথমবার ও ১৯৮৬ সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। 

বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

এদিকে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অসংখ্য নেতা-কর্মী ও শ্রেণি-পেশার মানুষ তার ঢাকার বাসায় ভিড় জমান। এ সময় এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ