Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাউদকান্দিতে গ্রামীণ বনে ছেড়ে দেওয়া হলো জালে আটকে পড়া মেছো বিড়াল 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দিতে গ্রামীণ বনে ছেড়ে দেওয়া হলো জালে আটকে পড়া মেছো বিড়াল 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের মহিষমারী গ্রামটি প্রাকৃতিক অভয়ারণ্যের মতো। এখানকার ঘন ঝোপঝাড়, জঙ্গলে সাপ, শিয়াল, বেজি, গুইসাপ, বনবিড়াল ও মেছো বিড়ালের আস্তানা। গতকাল বুধবার সকালে গ্রামের মোস্তাক ওয়াজির বাড়ির গরুর ঘরে দুটি শাবকসহ একটি মা মেছো বিড়াল দেখতে পায় কিশোর ও তরুণেরা। চিতা বাঘ মনে করে এগুলোকে ধাওয়া করে তারা। এতে গরুর ঘর ঘিরে থাকা জালে মেছো বিড়ালের একটি শাবক আটকে যায়। ওটাকে খাঁচায় আটকে রাখা হয়। গতকাল বিকেলে বন বিভাগের সহায়তায় এটিকে গ্রামীণ বনে ছেড়ে দেওয়া হয়।

মেছো বিড়ালটির কথা জানতে পেরে মহিষমারী গ্রামের হেলাল মাস্টার বন্যপ্রাণী নিয়ে কাজ করা পরিবেশবিদ মতিন সৈকতের সঙ্গে যোগাযোগ করেন এবং ছবি পাঠালে তিনি নিশ্চিত করেন এটি মেছো বিড়ালশাবক। মতিন সৈকত দ্রুত মহিষমারীতে ছুটে আসেন। তিনি দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসানকে মেছো বিড়ালটির কথা জানালে তিনি বন বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠান।

ঘটনাস্থলে উপস্থিত হওয়া হোমনা উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব দাউদকান্দি) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বন্যপ্রাণী আটক করা দণ্ডনীয় অপরাধ। সরল বিশ্বাসে না বুঝে প্রাণীটিকে আটক করায় এবং অক্ষত অবস্থায় অবমুক্ত করতে পারায় মামলা করা হয়নি।

পরে হেলাল মাস্টারের বাড়িসংলগ্ন ঝোপঝাড়ে বুধবার বিকেলে মেছো বিড়ালশাবকটি অবমুক্ত করেন মতিন সৈকত ও বন বিভাগের কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী।

মতিন সৈকত বলেন, ‘পাখি, বন্যপ্রাণী, প্রকৃতি-পরিবেশের কোনো ক্ষতি করা যাবে না। পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। কিশোর ও তরুণদের পরিবেশ সংরক্ষণে দায়িত্ব নিতে হবে।’

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি