Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুবর্ণচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত ৩

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত ৩

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে খেতে কাজ করার সময় বজ্রপাতে মো. নজরুল ইসলাম (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় মাসুদ (৩৫), ইসমাঈল হোসেন (৩০) এবং হারুন মিয়া (৩০) নামের আরও তিনজন কৃষক আহত হন। 

আজ সোমবার সকাল ১০টার দিকে পশ্চিম চরবাটা গ্রামের শিবচরন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই এলাকার আবদুল মালেকের ছেলে। 

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রুবেল রায় হতাহতের তথ্যটি নিশ্চিত করে বলেন, আহত দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত হারুনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা গেছে, সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি খেতে ধানের চারা রোপণ করছিলেন চার কৃষক। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে তাঁরা নিজেদের কাজ চালিয়ে যান। সকাল ১০টার দিকে হঠাৎ ধান খেতে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান নজরুল ইসলাম। এ সময় আহত হন তাঁর সঙ্গে থাকা হারুন, মাসুদ ও ইসমাইল। 

চরবাটা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম ওরফে মধু মিয়া বলেন, এলাকাবাসী আহত তিনজনকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে হারুন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কৃষক নজরুল ইসলামের মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

লক্ষ্মীপুরে ‘ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় এলাকাবাসী

সরাইলে ঝোপে পড়ে ছিল জীবিত কন্যাশিশু

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার