চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ফকিরফাড়া গ্রাম থেকে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আরিফা তাবাচ্ছুম মোহনা (১৫)। সে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম মঞ্জুরুল আলম খোকন।
জানা গেছে, মোহনার লাশ নিজ ঘরে ঝুলছে এ খবর এলাকায় জানাজানি হলে এলাকার চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাষ্টার মিরসরাই থানায় ফোন করেন। মিরসরাই থানা-পুলিশ খবর পেয়ে দুপুর ১২টায় মোহনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার রাজিব চন্দ্র পোদ্দার বলেন, পরিবারের প্রতি অভিমান করে শিক্ষার্থী আরিফা তাবাচ্ছুম মোহনা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হবে।
উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, ফকিরপাড়ায় ফকিরবাড়িতে এক স্কুল শিক্ষার্থীর আত্মহত্যার খবর শুনে আমি মিরসরাই থানায় খবর দিই। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।