ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
কোটা আন্দোলনের সময় গত ১৯ জুলাই ঢাকার নাখালপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয় চাঁদপুরের রবিউল হোসেন (১২)। এর পর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাধীন সে। পরিবারের সদস্যরা ১৩ দিন তার খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। তবে গতকাল শুক্রবার ছেলের খবর পেয়েই আজ ঢাকায় যান তার বাবা।
রবিউলের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে। বিল্লাল হোসেনের দুই ছেলে আর দুই মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান সে। তিন বছর ধরে ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী চাচা হেলালের সঙ্গে থাকে সে।
বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত ১৯ জুলাইয়ের পর থেকে তিনি ও তাঁর ভাই হেলালসহ কেউই রবিউলের খোঁজ পাননি। দিশেহারা হয়ে এত দিন খোঁজ করেছেন। গতকাল ছেলের সন্ধান পান। এখন তিনি ছেলের সঙ্গেই রয়েছেন। রাজমিস্ত্রি কাজ করে সংসার চালানো বিল্লাল হোসেন বর্তমানে অর্থাভাবে রয়েছেন বলে জানান। ছেলেকে খুঁজে পেয়ে তিনি খুশি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত আনসারের সহকারী কমান্ডার শফিকুল ইসলাম জানান, গত শুক্রবার (১৯ জুলাই) রাজধানী ঢাকার তেজগাঁও এলাকার নাখালপাড়া রেললাইনে কোটা সংস্কার আন্দোলনে সময় বাসা থেকে বের হলে রেললাইনে গুলিবিদ্ধ হয় রবিউল হোসেন। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
সেই থেকে হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর বেডে গুলিবিদ্ধ ক্ষত পা নিয়ে চিকিৎসাধীন সে। ইন্টারনেট সচল হওয়ার পর গত ২৮ জুলাই তিনি রবিউলের সঙ্গে কথা বলে ফরিদগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলেন এবং রবিউলের তথ্য দেন। পরবতীকালে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ খোঁজ নিয়ে রবিউলের পরিবারের সন্ধান পায় এবং রবিউল বর্তমানে তার বাবার সান্নিধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে গত ১৩ দিন তার পায়ে গুলিবিদ্ধ হওয়ার কথা জানত না পরিবারের কেউই।