হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় রোহিঙ্গার মৃত্যু  

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নুরুল বশর (৩০) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আরও এক রোহিঙ্গা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত নুরুল বশর কুতুপালং ৪ নম্বর  ক্যাম্পের বাসিন্দা এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি মো. শামীম হোসেন বলেন, বুধবার বিকেলে উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/১৫ ব্লকে বেসরকারি সংস্থা ব্র্যাকের ব্যবস্থাপনায় থাকা টয়লেটের ট্যাংক পরিষ্কার করছিলেন কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী। একপর্যায়ে নুরুল বশর নামের এক কর্মী ট্যাংকের ভেতরে পড়ে যান। এ সময় সেখানে কাজ করতে থাকা আরেক পরিচ্ছন্নতা কর্মী তাঁকে উদ্ধার করতে ট্যাংকে নামেন। এতে দুজনই ভেতরে আটকে যান। পরে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় এবং অপরজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।

ওসি বলেন, আহত ব্যক্তিকে স্থানীয়রা প্রথমে আইওএম পরিচালিত হাসপাতালে ভর্তি করেন। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের লাশ হাসপাতাল থেকে স্বজনেরা নিয়ে গেছেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ