হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাঙ্গলকোটে ১১ মাসে ৩ বার আ.লীগের কমিটি বদল, বর্তমান ও সাবেক মন্ত্রীকে লিগ্যাল নোটিশ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে চলছে ভাঙা-গড়ার খেলা। গত ১১ মাসে এ উপজেলায় তিনবার কমিটি পরিবর্তন করা হয়েছে। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি সমাবেশ। এদিকে কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে জেলা সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সাবেক রেলমন্ত্রী ও জেলা সাধারণ সম্পাদক মুজিবুল হককে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। 

অন্যদিকে নির্বাচনের আগে কমিটি ভাঙা-গড়া চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা তৃণমূল নেতা-কর্মীদের। 

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নাঙ্গলকোট হাইস্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোনো কমিটি ঘোষণা না দিয়ে ১১ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালুকে সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

পরবর্তীকালে ২০২৩ সালের ২৬ মার্চ পূর্বের কমিটিকে বাতিল করে অধ্যক্ষ আবু ইউছুফকে সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবু বকর ছিদ্দিক আবুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সর্বশেষ ২ নভেম্বর ওই কমিটিও বাতিল করে রফিকুল হোসেন চেয়ারম্যানকে আহ্বায়ক ও অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়াকে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব। 

এদিকে ২ নভেম্বরের আহ্বায়ক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে ওই আসনের স্থানীয় সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মজিবুল হক মুজিব এমপিকে নোটিশ লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। 

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সদ্য বিদায়ী কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেমের পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। ১১ মাসের মধ্যে ৩টি কমিটি গঠনতন্ত্রের পরিপন্থী হওয়ায় এ নোটিশ পাঠানো হয় বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়। 

এ ছাড়া লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, পুনরায় উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আবুর কমিটি পুনর্বহাল না করলে, জেলা সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মজিবুল হক মজিবের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ফৌজদারি/রিভিশন মামলা করা হবে। 

লিগ্যাল নোটিশ প্রদানকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইব্রাহিম জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সবেমাত্র লিগ্যাল নোটিশ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রদান করেছি। আগামী এক মাসের মধ্যে এক নোটিশের জবাব দিতে হবে।’ 

কমিটি গঠনের বৈধতা সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক যেকোনো উপজেলা কমিটি ৭১ সদস্যবিশিষ্ট হয়। নাঙ্গলকোটের সদ্য ঘোষিত আওয়ামী লীগের কমিটি ১২৭ সদস্যবিশিষ্ট, যা গঠনতন্ত্রের পরিপন্থী।’ 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের গঠনতন্ত্র অঙ্গীকারনামা ২-এর ‘খ’ ধারায়-১, ২, ৩, ৪, ৫ ও ২৫ অনুচ্ছেদ মোতাবেক ৩৯ ধারা অনুযায়ী নাঙ্গলকোটের বর্তমান আহ্বায়ক কমিটিটি অবৈধ।’ 

এদিকে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে এর বিরূপ প্রভাব পড়তে দেখা গেছে। আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় শৃঙ্খলা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। 

এ বিষয়ে নাঙ্গলকোট তৃণমূল আওয়ামী লীগের কর্মী সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যেভাবে নাঙ্গলকোট আওয়ামী লীগের কমিটি ভাঙা-গড়ার খেলা চলছে, এতে এ উপজেলা আওয়ামী লীগ দুভাবে বিভক্ত হয়ে পড়েছে। সাধারণ কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। এর প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে।’ 

কমিটি ভাঙা-গড়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব-বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছে। দুই ভাগে বিভক্তি হয়ে নেতৃবৃন্দ পরস্পরের নিন্দা করছেন। 

এ বিষয়ে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘অর্থমন্ত্রী নাঙ্গলকোট আওয়ামী লীগের কমিটি নিয়ে যেভাবে ভাঙা-গড়ার খেলায় মেতে উঠেছেন, তার ফলাফল ভালো হবে না। সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে নাঙ্গলকোটের কমিটি তিনি বিলুপ্ত করেছেন। গত ১১ মাসে তিনবার কমিটি গঠন করা হয়েছে। এর প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়ার আশঙ্কা করছি।’ 
 
সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক রফিকুল হোসেন চেয়ারম্যান আজকের পত্রিকাকে বলেন, ‘গঠনতন্ত্র মেনেই জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। এতে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘিত হয়নি।’ 

তবে এ ব্যাপারে জেলা কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মুজিবুল হক গণমাধ্যমকে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন