কোম্পানীগঞ্জ (নোয়াখালী): যুক্তরাষ্ট্রের উদ্দেশে কোম্পানীগঞ্জ থেকে ঢাকার পথে যাত্রা করেছেন বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।
আজ মঙ্গলবার সকালে নিজ বাড়ির মূল ফটকের সামনে মা-বাবার কবর জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। কাদের মির্জা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
কাদের মির্জা জানান, বুধবার (৯ জুন) ভোর ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে ফলোআপ চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আগামী ২৩ জুন চিকিৎসা শেষে তার দেশে ফেরার কথা রয়েছে। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক।