নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর আমবাগান এলাকা থেকে ১ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে খুলশী থানাধীন আমবাগান এলাকায় ওয়াদুদ হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভুজপুর থানার গড়াভাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. হেলাল (২২) ও বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. মহিউদ্দিন (২১)।
অভিযান পরিচালনাকারী খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাজারে ছড়ানোর উদ্দেশ্যে বিপুল পরিমাণের এসব জাল টাকা বায়েজিদ থেকে আনা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে বিপুল জাল নোটসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এর আগেও জাল নোট বাজারে লেনদেন করেছে বলে স্বীকার করেছেন।