হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিঅ্যান্ডএফের ডাকা দুই দিনের কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সারা দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে সিঅ্যান্ডএফ এজেন্টদের ডাকা কর্মবিরতি স্থগিত করেছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। 

আজ সোমবার বেলা তিনটার দিকে এ সংগঠন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে সিঅ্যান্ডএফ এজেন্টদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হলো। 

এদিকে সোমবার সকালে জাতীয় বোর্ডের প্রথম সচিব আবুল বাসার মো. সফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, আগামী ৭ ফেব্রুয়ারি সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা নিয়ে বৈঠকে বসবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সিঅ্যান্ডএফ নেতারা আশা করছেন বৈঠকে বিষয়টির সুরাহা হবে।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লাইসেন্সিং বিধিমালা সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব শুল্ক স্টেশনে দুই দিনের কর্মবিরতি ঘোষণা করে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। 

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন জানিয়েছেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আমাদের এই লাইসেন্সটিকে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে তুলনা করছেন। তাঁরা আমাদের ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। অথচ এই খাতে আমাদের বিনিয়োগ রয়েছে এবং সেই সঙ্গে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।’

এর আগে ২০২২ সালের ৭ জুন সংগঠনটি এসব দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছিল। এরপর রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আইন সংশোধনের আশ্বাসে ওই কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু এরপর দাবি আদায়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ