মায়ের কাছে হেডফোন চেয়ে না পেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। রোববার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম শহরের সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডে একটি ভবনের ১২ তলায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম আদিনুর মিয়াজি শ্রেয়া (১২) নামে ওই কিশোরী মো. সোলেমানের মেয়ে। সে নাসিরাবাদ গার্লস স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত শ্রেয়ার পরিবারের বরাত দিয়ে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটি টিকটক ও ফেসবুকে আসক্ত ছিল। এসব নিয়ে তার মা তাকে বিভিন্ন সময় বকাঝকা করতেন। ঘটনার দিনও সামান্য বকাঝকা করেছিল।’
মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘মেয়েটি তাঁর মায়ের কাছে হেডফোন চেয়েছিল। কিন্তু তার মা তাঁকে হেডফোন দেয়নি। এ সময় সামান্য বকাঝকাও করেছিলেন তিনি। পরে অভিমানে নিজের রুমের বাথরুমে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সে।’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ‘রোববার রাত সাড়ে ১১টায় মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’