কক্সবাজার শহরের ঝাউতলায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত মামলার ঘটনায় দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। তাঁরা দুজনই ব্যবসায়ী সাইফুল ইসলাম রিগ্যানকে ছুরিকাঘাতে মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার দিবাগত রাত ২টার দিকে জেলার পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মো. ইউসুফ হোসেন ও আলেয়া বেগম দম্পতি এ ঘটনা ঘটিয়েছেন।
ঘটনার অভিযুক্ত আসামি ও ইউসুফ-আলেয়া দম্পতির সন্তানেরা হলেন শিহাব উদ্দিন (২১) ও মোহাম্মদ আবির হোসেন শামস (১৬)।
জানা যায়, গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকায় দুই দল যুবকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মো. সাইফুল ইসলাম রিগ্যান নামে একজন ব্যাটারি ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত হন। এই ঘটনায় রিগ্যানের বাবা আবুল হাসেম বাদী হয়ে সদর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে ও আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ৩ ও ৪ নম্বর আসামি হলেন এই দুই সহোদর।
অভিযুক্তের বাবা ইউসুফ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার দুই ছেলে জড়িত নয়। ঘটনার সময় তাঁরা দুজনই বাড়িতে ছিল। এরপরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছি।’
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে বাড়ি থেকে শিহাব ও শামসকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী রিগ্যানকে ছুরিকাঘাতের মামলায় আজ বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।’